গতকাল রোববার সন্ধ্যায় সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আনুষ্ঠানিকভাবে এ বছরের রোজা শুরু হচ্ছে সোমবার। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই বাংলাদেশে রোজা শুরু হয়।
চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, আজ সোমবার পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।
এর কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান রমজান মাসটি সিয়াম সাধনা ও ইবাদতে কাটান। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ওপর কুরআন শরীফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ। হাজারো বছর ধরে সারা বিশ্বের মুসলমানরা সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং ২ ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে।