শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

৮০ শতাংশ মানুষের দ্বন্দ্ব হয় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে: জেলা প্রশাসনক খন্দকার মু. মুশফিকুর রহমান

সৌরভ মাহমুদ হারুন
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু.মুশফিকুর রহমান বলেছেন দেশের মানুষের ৮০ শতাংশ দ্বন্দ্ব হয় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে। এসব জটিলতা নিরসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।তাই ভূমি অফিসে ভূমি সেবা নিতে গেয়ে সততার ও আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।(১৩ মার্চ ২০২৪) বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি এর আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত গণশুনানির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণে ভূমি সেবা বিষয়ক গণশুনানিতে তিনি আরো বলেন,বুড়িচং উপজেলার সকল খাল অবৈধ দখল মুক্ত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি বিভিন্ন শ্রেণীরপেশা মানুষের সঙ্গে কথা শুনে এবং তাদের অভিযোগ গ্রহণ করে সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেন।সীমান্ত এলাকায় মাদক বৃদ্ধি নিয়েও গণশুনানি কথা উঠেছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার,অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ কাবিরুল ইসলাম খান,জেলার যোনাল সেটলমেন্ট কর্মকর্তা মাহফুজা মতিন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল,বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর হোসেন মিঠু,বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার,উপজেলা-সাব রেজিস্টার সোহেল রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তাফা মাইদুল মোর্শেদ মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং ভূমি কমিশনার অফিসের প্রধান সহকারী জাহিদুল ইসলাম,কানুনগো মোঃ ইসহাক,সার্ভেয়ার মোঃ আক্তার হোসেন,উত্তম দেবনাথ, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী সরু মিয়া,মোঃ আব্দুস সালাম খন্দকার,ইউনিয়নের ভূমি কর্মকর্তা যথাক্রমে বুড়িচং সদর মোর্শেদ আলম,ষোলনল আবুল কাশেম,বাকশীমূল এম হারুনুর রশিদ,ভারেল্লা রতন চন্দ্র কর্মকার,মোকাম মোর্শেদ আলম,ময়নামতি নাহিদুল ইসলাম,রাজাপুর এম সাইফুল উল্লাহ ও অফিসকারী মোঃ কবির হোসেন সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com