শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

তামাকজাত পণ্যের কর উচ্চহারে বৃদ্ধির দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

জনস্বাস্থ্য রক্ষায় এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বে বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়রের (ডরপ) কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ডরপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সুশীল সমাজের কামরুল ইসলাম, যুব লিডার রানা মিয়া, মাদার পার্লামেন্ট স্পিকার জান্নাতুল নাহার, ডরপের মিডিয়া অ্যান্ড এনগেজমেন্ট কো-অর্ডিনেটর সৈকত কবির শায়ক, এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির জন্য তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব করেন। এ সময় মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com