টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে দুই ফিফটি হাঁকানো কুশল মেন্ডিস প্রথম ওয়ানডেতেও পাড়ি দেন অর্ধশত রানের গ-ি। তবে লঙ্কান অধিনায়ককে এদিন আর খোলস ছেড়ে বের হতে দিলেন না তাসকিন আহমেদ। ১৩ বলে ১৬ রানেই তাকে আটকে দিলেন এই পেসার।
তাসকিনকে ছাপিয়ে জোড়া উইকেট তুলে এখন পর্যন্ত দলের সেরা বোলার শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই আভিষ্কা ফার্নান্দোকে গোল্ডেন ডাক উপহার দিয়ে ফেরান তিনি।
আর ৬.১ ওভারে এসে শরিফুল ফেরান সাদিরা সামারাবিক্রমাকে। ৪ বলে ১ রান করে মেহেদী মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন এই লঙ্কান। তাসকিন-শরিফুলের এমন রসায়নে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ৪৯ রান। এখনো জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৪৩ ওভারে ২৩৮ রান। হাতে আছে ৭ উইকেট। এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রামে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৬ রান তুলে বাংলাদেশ। ৯৬* রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। ৬৮ রান করেন সৌম্য সরকার।