গাজীপুরের কালীগঞ্জে রোজার ঈদকে সামনে রেখে বেড়েছে গরু চুরির ঘটনা। গরু চোরের আতঙ্কে রাত কাটাচ্ছেন খামারীরা। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে ২ টি গাভী চুরি হাওয়ার সংবাদ পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামের হাফিজুল্লা খানের বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন। পারিবার ও অভিযোগ সূত্রে যানা যায়, প্রতিদিনের ন্যায় হাফিজুল্লা খান শুক্রবার সন্ধ্যা রাতে তারাবির নামাজ আদায় করে গোয়াল ঘরে গরু রেখে বাসায় ঘুমিয়ে পড়েন। ভোর রাতে সেহারী খাওয়ার জন্য উঠে গোয়াল ঘরের কাছে গিয়ে দেখতে পায় তার গোয়াল ঘরে রাখা গাভী দুটি নেই। চিৎকার করলে আশপাশের লোকজন আসলে তাদের নিয়ে খুঁজাখুছি করে কোন সন্ধ্যাান পাননি। খামারী হাফিজুল্লা খান বলেন, কৃষি কাজের পাশাপাশি ২টি গাভী লালন-পালন করি যাতে করে গাভীর দুধ বিক্রি করে বাজার সদাই করে সংসার চালাইতে পারি। আমার গাভী দুটি নিয়ে গেছে চোরের। আমি এখন দিশেহারা। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিরাতেই ঘটছে একের পর এক গরু চুরির ঘটনা। ফলে সবশেষ অবলম্বন হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন খামারীরা। একাধিক ভুক্তভোগী খামারী বলেন- বর্তমান সময়ে গরু লালন-পালন করা অনেক কষ্টের ব্যাপার। সারাদিন কাজ করে রাত জেগে গরু পাহাড়া দিতে হয়। পুলিশের নিয়মিত টহল না থাকায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক চুরির ঘটনা। আমরা অনেকই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছি। গরুর দুধ ও গরু বিক্রি করে সাবলম্বী হওয়ার আশায়। এখন আমরা নিঃস্ব হয়ে ঋণের বোঝায় দিশেহারা। তাই আইন শৃঙ্খলার সু-দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা অতি শীঘ্রই অপরাধী চক্রটিকে ধরার জন্য যাবতীয় পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই চক্রটিকে ধরতে পারবো।