কুমিল্লায় ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল শনিবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নাইটিংগেল মোড় গিয়ে শেষ হয়। এ সময় সহকর্মী নিহতের ঘটনায় নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এছাড়া ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রদল নেতা মুঞ্জুরুর আলম রিয়াদ, ছাত্রদল নেতা জকির উদ্দিন আবির, রেহেনা আক্তার শিরিন, দেওয়ান মামুন, রিয়াদ রহমান, সোহেল রানা, শাওজাহান শাওন, শাফি ইসলাম, হীরা, রেজওয়ান আহমেদ, হায়াত মাহমুদ জুয়েল, ফারুক হোসেনসহ পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। নাইটিংগেল মোড় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।
কুমিল্লার শাসনগাছায় লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জামিল হাসান অর্ণব (২৭) নামে এক যুবক। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন। তারা ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত অর্নব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় পড়াশোনার পাশাপাশি শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস কাউন্টারে ম্যানেজারের চাকরি করতেন। এছাড়াও অর্ণব ছাত্রদলের রাজনীতির করতেন।