কেশবপুরে পরিত্রাণ এর আয়োজনে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স সদস্যদের মুখোমুখি সংলাপ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দাতা সহযোগি সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় এবং ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার বাস্তবায়নে পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে ওই মুখোমুখী সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফের সভাপতি প্রসেনজিৎ দাস ও মডারেটরের দায়িত্ব পালন করেন চয়ন দাস। প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর মেয়র মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, কেশবপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, এ্যাড. মিলন মিত্র, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, অধ্যাপক মছিহুর রহমান, থানার এস আই আব্দুল কাদের, সিএসওর সভাপতি সুফিয়া পারভীন শিখা ও অধ্যাপক কানাইলাল ভট্রচার্য্য। আরো বক্তব্য রাখেন এনসিটিএফের উপজেলার শাখার সাধারণ সম্পাদক আশা দাস, শিশু গবেষক সোনালী দাস, রূপা দাস, জীবন দাস, সোনালী দাস, সুজিত দাস, শ্রাবন্তী দাস, জয়ন্ত দাস, সুভ দাস, শিশু সাংবাদিক শুভ দাস, অন্তি দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সখি দাস প্রমূখ। শিশু বক্তারা এই মুখোমুখী সংলাপে এলাকার অবকাঠামোগত উন্নয়নে ও শিশু সুরক্ষা, অধিকার, এলাকার উন্নয়নে উত্থাপিত ২০২৪/২৫ বাজেট, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্য বিবাহ, যৌন হয়রানী, নারীর প্রতি সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে বিশদভাবে দাবি তুলেছেন।