নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এপির আয়োজনে এবং ব্রাক সংযোগকারী সংস্থার সহযোগীতায় ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকা নীলফামারী সদরের পৌরসভা, টুপামারী,খোকশাবাড়ি, পলাশবাড়ী ইউনিয়নের ২০ জন বোরো ধান চাষীদের এককালীন শস্য বীমার অন্তর্ভুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন বোরোধান চাষীদের এককালীন শস্য বীমার অন্তর্ভুক্তকরণ করা হয়। দুইভাবে বীমা গ্রহণ করতে পারবেন চাষিরা আবহাওয়া সূচক বীমা যেখানে অতিবৃষ্টি, খরা, তীব্র তাপদাহ, তীব্র শীত, অত্যধিক আর্দ্রতার জন্য ক্ষতিগ্রস্ত কৃষক বীমা দাবি করতে পারবে এবং ফলন সূচক বীমা যেখানে সকল প্রাকৃতিক দুর্যোগ রোগবালাই ঝড়ো বাতাস, পোকামাকড় ইত্যাদি কারণে ফলন কমলে ক্ষতিগ্রস্ত কৃষকরা বীমা দাবী করতে পারবে। অনুষ্ঠানে ২০জন কৃষককে ইউরিয়া,জিং,পটাশ,ফসফেট সার ও পরিবেশবান্ধব ফেরেমন দেওয়া হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ম্যানেজার লোটাস সিচিম, সংযোগকারী সংস্থা ব্রাকের শস্য বীমা সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা,উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সাগীর আহমেদ,ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল।