ফরিদপুরে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে এবং ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপ পরিচালক ইসলামী ফাউন্ডেশন উপপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী রওশন ইসলাম উপ পরিচালক স্থানীয় সরকার ফরিদপুর, মোঃ সুজন আলী সহকারী পরিচালক ইসলামী ফাউন্ডেশন ফরিদপুর, মাওলানা তবিবুর রহমান পেশ ইমাম ও খতিব জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুর সহ ফরিদপুর জেলার বিভিন্ন মসজিদের ইমাম গন উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন হাদিসে আলোকে বক্তারা যাকাতের বিধিবিধান মেনে গরিব অসহায় দারিদ্র মানুষ দেরকে যাকাত দেওয়ার জন্য উদ্ভুদ্ধ করেন।