কুড়িগ্রামের উলিপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা যায়, মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিষয়ভিত্তিক পরীক্ষাসমূহের মধ্যে ভাষা সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয় সমূহের উপর উপজেলার ৫৩ টি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার ১০৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিক, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম সরদার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমূখ।