আসন্ন সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তিন নারী নেত্রী। এরা হলেন উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা নাহার মিলি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য খোদেজা খানম শাহীন গনি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার ময়না। নির্বাচন কে সামনে রেখে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে গণসংযোগ, পোস্টারিং, ইফতার বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন এসব নেত্রীরা। জোবেদা নাহার মিলি বলেন, আমি গত দুই বার ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালনে আমার সততা নিষ্ঠা ও দলের জন্য ত্যাগ স্বীকার কে গুরুত্ব দিয়ে আশা করি আমার দলীয় নেতৃবৃন্দ এবং ভোটারগণ আমাকে মূল্যায়ন করবেন। প্রার্থী খোদেজা খানম শাহীন গনি জানান, আমি ইতোপূর্বে জেলা পরিষদের সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি, দলীয় কর্মসূচি বাস্তবায়নেও সচেষ্ট থেকে কাজ করেছি, আমার দল এবং নেতৃবৃন্দ যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি প্রার্থী হবো, আমি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। প্রার্থী আকলিমা আক্তার ময়না বলেন, আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতিতে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি, বিভিন্ন দলীয় পদ পদবীতে দায়িত্ব পালন করেছি, গণমানুষের সেবায় এগিয়ে আসার জন্যই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই, আমার দলীয় নেতৃবৃন্দ এবং ভোটারদের দোয়া কামনা করছি, আশা করি নির্বাচনে অংশ নিলে আমি জয়ী হতে পারবো। উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, সোনাগাজীতে নির্বাচনী আমেজ তত বেড়ে চলছে, দলীয় নেতা কর্মি ছাড়া ভোটারদের মাঝেও এক ধরনের আগ্রহ তৈরী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে উম্মুক্ত প্রতিদ্বন্ধিতার ঘোষনা দেয়ায় প্রার্থীদের মাঝেও দেখা দিয়েছে চাঞ্চল্যতা।