রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

বাগেরহাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিন্টেশন কোর্স

বাগেরহাট সদর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২৪ মার্চ, রবিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫৪৮ এবং ৫৪৯ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডমেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৫৪৮-তম কোর্সের কোর্স লিডার ছিলেন শেখ হায়দার আলী বাবু, এলটি, প্রশিক্ষক হিসাবে আরো ছিলেন অজয় বিশ্বাস, এএলটি, সোহরাব হোসেন, উডব্যাজার ও রাবেয়া খাতুন, উডব্যাজার। এবং ৫৪৯-তম কোর্সের কোর্স লিডার ছিলেন মোঃ জামাল উদ্দিন, এলটি,প্রশিক্ষক হিসাবে আরো ছিলেন সিরাজুল ইসলাম, এএলটি, রতœা রানী পাল, উডব্যাজার, সঞ্জীব কুমার হালদার উডব্যাজার। ৫৪৮-তম এবং ৫৪৯-তম ওরিয়েন্টেশন কোর্সে মোট ৯৫ জন বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com