মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হিমুর মৃত্যু: প্রতিবেদন ১ জুলাই বিভাজন থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত : মির্জা ফখরুল এনবিআর-কাস্টমসের হয়রানি মন্ত্রিসভায় তুলবেন বস্ত্রমন্ত্রী একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ার মহান স্বপ্ন নিয়ে করছি : ডা. শফিকুর রহমান গেটলক সিস্টেম চালু: মাঝ রাস্তায় যাত্রী তুললেই মামলা ইসরাইল-মার্কিন সম্পর্কের কোনো ‘রেড লাইন’ নেই: ব্লিঙ্কেন মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরাইলই শোনে না: কাদের

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই একের পর এক ফিচার আনছে সাইটটি। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করে রাখা। এখন থেকে একসঙ্গে দরকারি তিনটি চ্যাট পিন করে রাখতে পারবেন। এর আগে এই ফিচার শুধু একটি ফিচারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্তু এখন সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মেটা সিইও মার্ক জাকারবার্গ এবং হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট নিজেদের হোয়ায়টসঅ্যাপ চ্যানেলে এই দুই ফিচার লে র কথা ঘোষণা করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপের ওয়ান-টু-ওয়ান এবং গ্রুপ চ্যাটের ক্ষেত্রে মেসেজ পিন করে রাখার ফিচার চালু হয়েছিল সব ব্যবহারকারীর জন্য। তবে তখন চ্যাটের মধ্যে একটি মেসেজ পিন করার সুবিধা চালু হয়েছিল। কিন্তু এবার থেকে তিনটি পর্যন্ত মেসেজ পিন করে রাখতে পারবেন একটি চ্যাটের মধ্যে।
অন্যদিকে এখন হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট বক্স পিন করে রাখার সুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপের চ্যাটে সব ধরনের মেসেজ যেমন- টেক্সট, ইমেজ, পোল- সবই পিন করে রাখা যাবে। মেসেজ পিন করে রাখলে ব্যবহারকারীরা আসলে সহজে গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবেন। দরকারের সময় প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য হাতড়ে বেরিয়ে সময় নষ্ট করতে হবে না। একটি হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে কোনো মেসেজ পিন করার জন্য প্রথমে ওই নির্দিষ্ট মেসেজের উপর ট্যাপ করতে হবে। তাহলে পিন অপশন দেখা যাবে এবং সেটা সিলেক্ট করে নিতে হবে। যে মেসেজ ইউজার পিন করে রাখতে চাইছেন সেটা কত সময়ের জন্য পিন করে রাখতে চাইছেন সেটাও সেট করে নেওয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে ৩০ দিন পর্যন্ত থাকছে সময়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com