রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

ট্রাক চাপা দিয়ে বিটকর্মকর্তা হত্যার অভিযোগ কক্সবাজারে বনবিভাগের মানববন্ধন

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। রোববার ৩১ মার্চ ভোর রাত ৩টার দিকে খবর পেয়ে তা ঠেকাতে গিয়ে পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন বনবিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান(৩০)। এ ঘটনার পর দেশজুড়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকাবহ সময় যাচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও মালিক ছৈয়দকে গ্রেফতার করা গেলেও খুনি ড্রাইভার সহ অপরাপর ৪ জনকে এখনো গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে কক্সবাজার বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হন কক্সবাজার উত্তর ও দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ সারওয়ার আলম, বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। মোঃ আনোয়ার হোসেন সরকার, বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার উত্তর বন বিভাগ, ড. প্রান্তোষ চন্দ্র রায়, সহকারী বন সংরক্ষক, কক্সবাজার উত্তর বন বিভাগ। এছাড়া রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারীগণ। বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com