বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘাযূ কামনা করে ইফতার ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। ২ই এপ্রিল মঙ্গলবার বরিশাল বরিশাল ক্লাব মিলনায়তন ক্যাম্পাসে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়। বিএনপির দীর্ঘদিন কারাবন্দী নেতা ও মহানগর আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব আ্যাড, জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে ভাচ্যুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান,এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব আ্যাড, মজিবুর রহমান সরোয়ার,কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক অকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন,বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও একাধিকবার কারাবরনকারী নেতা আ্যাড, আলী হায়দার বাবুল, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি আ্যাড,এইচ এম তছলিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব আ্যাড, আবুল কালাম শাহিন, সাবেক বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আ্যাড, মজিবুর রহমান নান্টু,সদস্য সচিব আ্যাড,আকতার হোসেন মেবুল ও বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর এবং জামায়াত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া ইফতার অনুষ্ঠানে বরিশাল মহানগর ও জেলা বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। এর পূর্বে ৭ই জানুয়ারী নির্বাচন বর্জন আন্দোলন-সংগ্রামে বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে ও নগরীর বিভিন্নস্থান থেকে পুলিশের অভিযানে মিছিল থেকে গ্রেফতার হওয়া মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সিনিয়র যুগ্ম আহবায়ক আ্যাড,আলী হায়দার বাবুল সহ মহানগর ও জেলা শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কারাবন্দী নেতা কর্মী। অনুষ্ঠানের শুরুতেই মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব আ্যা,মীর জাহিদুল কবির জাহিদ কারাবন্দি মুক্ত নেতা কর্মীদের ফুলের শুভেচ্ছার সম্মান দিয়ে তাদের বরন করে নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যে,আশা আকাঙ্খা নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আজ এই ডামি সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ধ্বংশ করে দিয়েছে।
আজ প্রশাসন, বিচার বিভাগীয় সংস্থাগুলো দলীয় করনের মাধ্যমে একটি দূর্নীতি পরায়ন দেশ হিসাবে পরিচিত করে তুলেছে দেশ বিদেশের কাছে। শুধু বিএনপি নয় দেশের সকল মানুষ ৭ই জানুয়ারী নির্বাচন বর্জন করেছে সেদিন কেহ ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। তিনি বলেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রর জন্য সাড়ে ২৪ হাজার টাকার পাইপ কাটার কিনতে ব্যায় দেখায় ৯৩ লক্ষ টাকা এত বড় দূর্নীতি আর কোন দেশে হয় বলে আমাদের জানা নেই। তাই তিনি বলেন আজ দেশের সকল মানুষ এই দূর্নীতিগ্রস্থ ডামি সরকারের হাত থেকে মুক্তি চায়। আপনারা ধয্য ধরেন আল্লাহ আমাদের আপনাদের সহায় হবে।