শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ইরান-ইসরাইল উত্তেজনার মাঝে পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। আগামী ২২ এপ্রিল তার ইসলামাবাদ আসার কথা রয়েছে। পাকিস্তানি গণমাধ্যম দি নিউজের খবরে বলা হয়েছে, ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে এটাই হবে রাইসির প্রথম বিদেশ সফর। ইরান দূতাবাস সূত্র রোববার সন্ধ্যায় দি নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও তেহরান আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচী এখনো ঘোষণা করেনি। তবে প্রেসিডেন্ট রাইসির ইসলামাবাদ সফরের পরিকল্পনা চূড়ান্ত। পররাষ্ট্র দফতরও সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি আরো জানায়, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দায়িত্ব গ্রহণের পর ইরানি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিই প্রথম তাকে অভিনন্দন জানান। দি নিউজ জানিয়েছে, ইরানি প্রেসিডেন্ট রাইসি ও প্রধানমন্ত্রী শাহবাজের মধ্যে আলোচনায় সাম্প্রতিক ঘটনাবলী এবং আ লিক নিরাপত্তা পরিস্থিতি প্রধানভাবে স্থান পাবে। পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানি প্রেসিডেন্টের সম্মানে ভোজসভার আয়োজন করবেন।
এই সফরটি তাদের সহযোগিতাকে আরো গভীর করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টার অংশ, যা জানুয়ারির ক্ষেপণাস্ত্র বিনিময়ে একটি অস্থায়ী ধাক্কা পেয়েছিল। সূত্র জানায়, প্রেসিডেন্ট রাইসির এজেন্ডায় রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। ইরানের প্রেসিডেন্টের সফরে উভয় পক্ষ আফগানিস্তান পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যুসহ আ লিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবে। সূত্র : দি নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com