নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪) জেলা সদরের টুপামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায়(১৭) ও যুবফোরামের নেতৃত্বে নাটকটি পরিচালনা হয়। নাটকের মাধ্যমে জনগণকে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির সহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু সংগঠনের সদস্য, যুবফোরামের সদস্যরা এবং সর্বস্তরের মানুষ নাটকটি উপভোগ করেন। নাটক পরিচালনাকারী পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায়(১৭) বলেন, আমরা পলাশবাড়ী ইউনিয়নের ঢুলিয়া গ্রামে সকাল ১১ টায় নাটক পরিচালনা করি এবং টুপামারী ইউনিয়নে দুপুর দুপুর দুইটায় এই পথ নাটক পরিচালনা করি আমাদের এই পথ নাটকের মাধ্যমে শিশুদের বাল্যবিবাহ মুক্ত ও নারী নির্যাতন সম্বন্ধে জনগণকে সচেতন করা হয়।