বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। খেলায় দাউদকান্দি ও তিতাস উপজেলার জাতীয় পর্যায়ের কাবাডি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সোমবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার। খেলায় দাউদকান্দি উপজেলা তিতাসকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি সালেহ মোহাম্মদ টুটুল। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজালাল, সালাউদ্দিন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহজাহান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকির ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আরও অনেকেই।