কুড়িগ্রামের উলিপুরে ২য় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে২য় ধাপে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ আল মামুন সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা ও মাহমুদ কলি। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রিপা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলী ও মুসতারি রহমান চন্দনা। উল্লেখ্য, কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় ৩ লাখ ৫২ হাজার ৭৮০জন ভোটার, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩জন ও মহিলা ভোটার ১লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন। মোট ভোট কেন্দ্র ১৫১টি। আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাচাই অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন