রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরাপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উনয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের সহযােগিতায় বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা প্রশাসনের আয়ােজনে ২৪ এপ্রিল বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রওজাতুন জান্নাত। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের (কুড়িগ্রাম ও লালমনিরহাট) জেলা ম্যানেজার মোছা: দৌলতুন নেছা। কর্মশালায় আদিতমারী উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আদিতমারী উপজেলার উপজেলা কাের্অডিনেটর উপস্থিত ছিলন । কর্মশালায় গ্রাম আদালত ব্যবস্থাপনা নিয়ে এবং গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা নথি ভুক্ত করা ও নথি পত্র ব্যবস্থাপনা বিষয় করনীয় সম্পর্কে আলাচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জানাত বলনে গ্রাম আদালত কার্যক্রম আরও শক্তিশালীকরন এমন একটি প্রকল্প সময়ের উদ্যোগ। তবে কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষনের ব্যবস্থা করা খুবই গুরুপ্তপূর্ন। এছাড়াও সাধারন মানুষের গ্রাম আদালত বিষয় সচেতনতা তৈরীর জন্য মাঠ পর্যায়ে প্রচার প্রচারনা চালাতে হবে। আমি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশা করি। উল্লেখ্য যে, বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযােগী সংস্থা হিসেবে ইকো-সােশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত সেপ্টেম্বর’২৩ খ্রী: থেকে লালমনিরহাট জেলার ৫টি উপজেলাসহ বাংলাদেশের ২১ টি জেলার ১৭২ টি উপজেলার ১৫৭১ টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com