টাঙ্গাইলের ভূঞাপুরে তীব্র গরমে সড়কে চলাচল করা ভ্যান চালক ও হতদরিদ্রদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড, কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় তৃষ্ণার্ত মানুষদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এদিকে তীব্র তাপদাহ ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে নাভিশ^াস অবস্থা নি¤œ আয়ের মানুষজনের। গরমে নি¤œ আয়ের এসব মানুষজনের পাশে পানি ও খাবার স্যালাইন নিয়ে পাশে দাড়িয়েছে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন, ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুর রহমান সুলভ, সাধারন সম্পাদক হাফিজ তালুকদার, যুগ্ম সম্পাদক সিফাত, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, রিফাত, হাবিবুর রহমান, আবির, আদিব, নসিব, মিরাজসহ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুর রহমান সুলভ জানান, প্রচন্ড গরমের মধ্যে যারা নি¤œআয়ের মানুষ আছেন। বিশেষ করে যারা ভ্যান চালক রয়েছে তারা তীব্র রোদের মধ্যে ভ্যান চালায়। এছাড়া দিনমুজুর যারা রয়েছেন তারাও বিশুদ্ধ পানি আর খাবার স্যালাইন প্রয়োজন হয়। এই প্রয়োজনের তাগিদেই এই নি¤œ আয়ের মানুষজনের পাশে দাড়ানোর উদ্যোগ নেয়া হয়। এসময় দেড় শতাধিক মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।