রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

গতকাল সোমবার দুপুরে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সূধি জনদের সাথে মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ, উপজেলা অফিসার্স ক্লাব নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন সহ ফলক উন্মোচন করা হয়। এদিকে একই দিন সকালে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ইউএনও জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, অধ্যক্ষ রঞ্জন কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান দু’টি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান চত্বরে সদ্য নির্মিত গ্রন্থাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন ও বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com