ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে একটি বাজারে আগুন লেগে অন্তত চারটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা বাজারে এ অগ্নিকা- ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মত বুধবার রাত ১০ টার দিকে দোকান ঘর বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন তারা। হঠাৎ রাত দেড়টার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে। আগুনে সিরাজ মিয়ার মালিকানাধীন একটি মুদি দোকান, দুটি কাঠের দোকান ও একটি সেলুনের দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত রিয়াত হোসেন। রিয়াত আরো জানান একই গ্রামের খলিল করিকরের ছেলে কালু কারিকর ও ছরো শেখের ছেলে অনিক শেখ অনেক রাতে দোকানে সিগারেট নেওয়ার জন্য আসলে দোকান না খুললে, যাওয়ার সময় বলে যায় দোকান না খোলার মজা দেখাবো। তার কিছুক্ষণ পরই আমরা আগুন দেখতে পাই। কালু করিকর ও অনিক শেখের বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। নগরকান্দা ফায়ার স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গভীর রাতে খবর পেয়ে অগ্নিকা-স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। কিভাবে আগুন লেগেছে, তা এখনো বুঝতে পারিনি। ক্ষতিগ্রস্তরা যে অভিযোগ করছে সেটা তদন্ত না করে বলা যাবেনা। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাফী বিন কবির বলেন, আগুন লাগার খবর পেয়েছি। এ বিষয় জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে। নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।