ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের কে হচ্ছেন চেয়ারম্যান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন।যেখানে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে এ উপজেলায়। মোটর সাইকেল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার ও আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন বিশিষ্ট শিল্পপতি, আওয়ামিলীগের কেন্দ্রীয় উপ-কমিটির যুগ্ন- সম্পাদক কাজী শাহ্ জামান বাবুল। দুই প্রার্থিই আওয়ামীলীগের নেতা। সেই হিসেবে আওয়ামিলীগের প্রতদ্বন্দীই হচ্ছে আওয়ামীলীগ। বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার মোট চারবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করেছেন। মনিরুজ্জামান সরদারকে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু সমর্থন জানানোর কারনে অধিকাংশ নেতা কর্মীরা মোটর সাইকেল প্রতীকের পক্ষে সমর্থন বা ভোটের মাঠে কাজ করছেন। কম যাননি কাজী শাহজামান বাবুল, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া সমর্থন দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী কাজী শাহজামান বাবুলকে। গত সংসদ নির্বাচনে এ্যাডঃ জামাল হোসেন মিয়া সামান্য ভোটে শাহদাব আকবর লাবু চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলো। উপজেলা আওয়ামীলীগের অনেক নেতা কর্মীরা আনারস প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠে নেমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের সাথে কথা বলে জানাগেছে কিছু ভোটাররা পরিবর্তনের পক্ষে বা তারুণ্য প্রতিনিধি চায়। আবার এক শ্রেণীর ভোটাররা বলেন পুরান চাউল ভাতে বাড়ে। সেদিক থেকে সমানে সমান লড়াই হবে এ উপজেলা পরিষদের নির্বাচন। অনেক মুরুব্বি ভোটাররাই বলেছেন নগরকান্দায় সামান্য ভোটের ব্যাবধানে জয় পরাজয় হবে। দুই প্রার্থীই তাদের জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সম্পুর্ন প্রস্তু রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কাফী বিন কবির। তিনি বলেন মোট ১০ জন ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবে এ নির্বাচনে, এছাড়া বিজিবি, পুলিশ, আনসারসহ অন্যন্ন আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে।