রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

চট্টগ্রাম রাউজানে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে সিগনাল স্ট্রিম ইনক. কানাডা,ব্রাক নেট লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ১৯শে মে (রবিবার) বেলা ১২টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ। বিশেষ অতিথি ছিলেন সিগনাল স্ট্রিম ইনক. কানাডা এর চেয়ারম্যান সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ব্রাকনেট লিমিটেড এর ডিজিএম (একাউন্টস) মোঃ সাইফুদ্দিন খালেদ, রবি আজিয়াটা লিমিটেড এর জেনারাল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ বলেন, বাংলাদেশ এখন স্মার্ট ও উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মিশনে। আমাদের সবদিক দিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার মানকে বাড়াতে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com