রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা হাইদচকিয়া ফটিকছড়ি চট্টগ্রাম এর উদ্যোগে “স্বাবলম্বী নারীর প্রগতিশীল সমাজ”, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান প্রকল্প, দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ১৯ মে ২০২৪খ্রি. রবিবার সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার রতন কান্তি চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট নুরী আসমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কুমার রতন আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রভাত যুবনারী সংগঠনের প্রতিষ্ঠাতা জেসমিন মাহমুদ, সাধারণ সম্পাদক জুলিয়া সুলতানা, সংগঠনের উপদেষ্টা সুজন শীল, প-িত নারায়ন আচার্য্য, নারী সংগঠক সোমা চৌধুরী সুমী, মৌসুমী চৌধুরী, প্রধান শিক্ষক অর্চ্চণা রানী আচার্য্য, রুপনা আচার্য্য, তুর্ণা, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জিপন, ক্ষুদে অতিথি জেসমিনা মাহমুদ। লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই এর প্রানবন্ত সঞ্চালনায় এবং প-িত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক ধীমান দাশ, আশ্রমের সভাপতি টিটু চৌধুরী, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য্য, রুবেল শীল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষনার্থীসহ বিভিন্নস্তরের আগ্রহী দর্শনার্থী উপস্থিত ছিলেন। সাতটি ক্লাস দ্বারা পুরো প্রশিক্ষণ শেষ করার বিষয়, সেলাই সংক্রান্ত নানবিধ তথ্যাদির সমন্বয়সহ মতবিনিময়, পরামর্শ ও বাস্তবায়নের দিক আলোচনা করা হয়। দেশে নারীর যোগ্য ক্ষমতায়ন ও দক্ষ নারীশ্রমিক তৈরীতে এইরকম প্রশিক্ষণের প্রভূত প্রয়োজনীয়তা নিয়ে সবাই উল্লেখ করেন। অত্র কর্মকান্ডের ভূয়সী প্রসংশা ও সফলতার বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়। কর্মই ধর্ম, এই বাণীর সারমর্ম অত্র কার্যক্রমে প্রতিপালিত হবে, সবাই আশাব্যক্ত করেন। এসময় প্রশিক্ষকবৃন্দ নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে কাজ করার জন্য হযরত শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের ভূয়সী প্রসংশা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com