শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

কেশবপুর পৌরসভা, কেশবপুর সদর, ত্রিমোহিনী, মজিদপুর, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা, সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

কেশবপুর পৌরসভা, কেশবপুর সদর, ত্রিমোহিনী, মজিদপুর, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা, সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় ৩০মে সকালে পৌরসভার সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থ বছরের ৬৩ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবাদত হোসেনের পরিচালনায় ৩০ সকালে পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ০১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার টাকা, ব্যায় দেখানো হয়েছে ০১ কোটি ৩১ লাখ ৯৯ হাজার টাকা ও উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৭০ হাজার টাকা। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইমরান শেখের পরিচালনায় ৩০মে সকালে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৯৯ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ ৪২ হাজার ৩ শত ৯৯ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১৭ হাজার ৭শত টাকা। হাসানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিনারুল ইসলামের পরিচালনায় ২৯মে সকালে পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৫২ হাজার টাকা। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোখলেছুর রহমানের পরিচালনায় ২৮ মে সকালে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পরিষদের সভাকক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ঘোষণা করেন গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৪ শত টাকা, ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ৬লাখ ৭৫ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪শত টাকা। ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইমরান শেখের পরিচালনায় ২৭ মে সকালে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ঘোষণা করেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৯ শত ৫০ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮ শত ৫০ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১৫ হাজার ১শত টাকা। মজিদপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেনের পরিচালনায় ২৭মে সকালে মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পরিষদের সভাকক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ঘোষণা করেন মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৭ শত টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৬২ হাজার ৮ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৭০ হাজার ৯ শত টাকা। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের পরিচালনায় ২৭মে সকালে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পরিষদের সভাকক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ঘোষণা করেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৮ শত টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৫৪ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৮১ হাজার ৮ শত টাকা। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের পরিচালনায় ২৩মে সকালে সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা । বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৯৯ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ৯ শত ২৮ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৪ হাজার ১ শত ৭১ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com