সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. রফিকুর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডন ও মালয়েশিয়া প্রবাসী মরহুমের দুই ছেলে দেশে ফেরার পর আগামী বুধবার জানাজা হবে। এরপর তাকে বনানীর কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী রফিকুর রহমান পঞ্চাশের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। ষাটের দশকের শুরুর দিকে রফিকুর রহমান লন্ডন থেকে প্রথমে বার এট ল ডিগ্রী অর্জন করেন। পরে তিনি সুপ্রিমকোর্টে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামের বাসিন্দা তিনি।