রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

বরিশালে শ্রমিক সংগঠন সমন্বয় পরিষদের ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

স্থায়ী মজুরী কমিশন গঠন করে সরকারী বেসরকারী মালিকানা নির্বিশেষে সকল শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরী ২৫ হাজার টাকা নির্ধারন করা, ৬০% বাড়ি ভাড়া এবং অসংগঠিত খাতের শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা। সরকারী কর্মচারীদের ১৯৭৩ সালের ন্যায় ১০টি ধাপের বেতন স্কেল নির্ধারন, নবম পে-স্কেল ঘোষনা করা, ১০০% পেনশন প্রদান,২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী পেনশন গ্রাচুয়েটি হার ১ টাকায় ২৩০ টাকারস্থলে ৫০০-টাকা নির্ধারন সহ সরকারী কর্মচারী সংগঠনের চলমান আন্দোলনের বাস্তবায়ন করা। সরকারী প্রতিষ্ঠানের ন্যায় বরিশালের সকল ব্যাক্তি মালিকানাধীন প্রতিণ্ঠানের শ্রমিকদের দৈনিক ৮ ঞন্টা কর্মদিবস, ওভারটাইম কাজের জন্য দ্বিগুন হারে মজুরী প্রদান, নিয়োগপত্র সার্ভিস বই, প্রভিডেন্ট ফান্ড গ্রায়েচুটি এবং নারী শ্রমিকদের বেতন সহ ৬ মাসের মাতৃকালীন ছুটি প্রদান। দ্রব্যমূল্য ষাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার পেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় দেশের সকল শ্রমিক কর্মচারী সহ নি¤œ আয়ের মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি রেশনের মাধ্যমে প্রদান করার দাবীতে বরিশালে শ্রমিক কর্মচারী সংগঠন সমন্বয় পরিষদের ১১ দফা দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪) জনু বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করে বরিশাল শ্রমিক কর্মচারী সংগঠনের সমন্বয় পরিষদ সভাপতি এস এম জাকির হোসেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোসলেম সিকদার, সহ সভাপতি আবুল হাসেম মাস্টার, সহ সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা,সহ সভাপতি মোঃ নান্নু মিয়া, সহ সভাপতি স্বপন দত্ত, সাধারন সম্পাদক মোঃ মানিক মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বাবুল মীর, সহ সাধারন সম্পাদক আঃ রসিদ হাওলাদার, সহ সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাইক, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া সহ সংগঠনের অন্য সকল নেতৃবৃন্দ। এসময় সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের ন্যায় সংগত দাবী বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকার প্রদান সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com