শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

নির্মানাধীন কুলাউড়া-শাহবাজপুর রেলপথের দক্ষিণভাগ স্টেশনে হেলে পড়েছে প্ল্যাটফর্মের গার্ডওয়াল

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলার কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুণর্বাসন প্রকল্পের দক্ষিণভাগ স্টেশনে নির্মাণাধীন প্ল্যাটফর্মের গার্ডওয়াল হেলে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রেন, কপিকল ও শ্রমিকের সাহায্যে ওই হেলেপড়া গার্ডওয়াল টেনে সোজা করছে। এ দৃশ্য দেখা গেছে ১ জুন শনিবার। এ দৃশ্য দেখে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ- নির্মাণ কাজে অনিয়ম ও নি¤œমানের কারণে গার্ডওয়াল হেলে পড়েছে এবং ফাটল সৃষ্টি হয়েছে। এটা ভেঙ্গে নতুন গার্ডওয়াল নির্মাণ না করলে তা বেশিদিন ঠিকবে না এবং দূর্ঘটনার আশংকা থাকবেই। ১৫ জুন ২০২২ সালে একই প্ল্যাটফর্মের পশ্চিমাংশ নির্মাণাধীন অবস্থায় হেলে মাটিতে পড়ে যায়। নির্মাণ কাজে অনিয়ম ও নি¤œমানের কারণে গার্ডওয়াল ভেঙ্গে পড়লেও ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছিল, কয়েকদিনের ভারি বর্ষণের কারণে দেয়ালটি হেলে গিয়ে ভেঙ্গে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন পর ভাঙ্গা দেয়ালটি অপসারণের পর নতুন দেয়াল নির্মাণ শুরু করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুণর্বাসন প্রকল্পের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ স্টেশন ভবনের নির্মাণকাজের সাথে প্ল্যাটফর্ম নির্মাণেরও কাজ শুরু হয়। জুন ২০২২ সালে প্ল্যাটফর্মের পশ্চিম দিকের প্রায় ৩০ মিটার গার্ডওয়াল হঠাৎ ভেঙ্গে পড়ে। এরপর দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। ২০২৩ সালের প্রথম দিকে স্টেশন ভবন ও প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’। স্থানীয়রা জানান- ৩/৪ দিন আগে নির্মাণাধীন অবস্থায় প্ল্যাটফর্মের পূর্বদিকের ৫ ইঞ্চি গাঁথুনির গার্ডওয়ালের প্রায় ৪০ মিটার স্থান পশ্চিম দিকে হেলে পড়ে। পিলারের জয়েন্টদেয়ালে বড় ফাটল সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও রেললাইন চালুর দাবি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মুজিবুর রহমান জয়নাল ও বাবলু আহমদ অভিযোগ করে বলেন- ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অনিয়ম ও নি¤œমানের কারণে ২ বছর আগে একই প্ল্যাটফর্মের পশ্চিমের অংশ ভেঙ্গে পড়ে। এসময় দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর পূর্বদিকের দেয়াল নির্মাণকাজ শুরু করা হয়। এবারও কাজের অনিয়ম ও নি¤œমানের কারণে প্রায় ৪০ মিটার দেয়াল পশ্চিম দিকে হেলে গেছে এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পূর্বদিকে হেলে পড়া দেয়ালটি সোজা করার জন্য ক্রেন দিয়ে ধাক্কা দিলে দেয়ালটি পশ্চিম দিকে হেলে পড়ে। দেয়ালটি আবার সোজা করার জন্য (পূর্বদিকে নিতে) কপিকলের সাহায্যে টানা হচ্ছে। এটা কি ধরণের কাজ ! এধরণের কাজ কোনোদিন দেখেননি ও শুনেননি। এভাবে সোজা করা গেলেও দেয়ালটি আবারও ভেঙ্গে পড়বে। ১ জুন শনিবার বিকেলে সরেজমিন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে অভিনব কায়দায় ফ্ল্যাটফর্মের হেলে পড়া দেয়াল সোজা করার কাজ করতে দেখা গেছে। প্রসঙ্গত, মে ২০১৮ সালে ভারতের দিল্লির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানি কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের সংস্কার কাজ শুরু করে। প্রায় ৪২ কিলোমিটার রেলপথ ও ৬টি রেল স্টেশন ভবন, ব্রিজ-কালভার্ট নির্মাণে ব্যয় হবে প্রায় ৭শ’ কোটি টাকা। ৪র্থ দফা মেয়াদ বাড়িয়ে এখনও প্রকল্পের অর্ধেক কাজ স¤পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ এর প্রজেক্ট ম্যানেজার অনিন্দ সারনাল ১ জুন শনিবার বিকেলে জানান- প্রকৌশল ফর্মূলা অনুয়ায়িই হেলে যাওয়া ও দেবে যাওয়া গার্ডওয়াল সোজা করা হচ্ছে। বিষয়টি ইঞ্জিনিয়ারদের উপর ছেড়ে দেননা। কোনো সমস্যা হলে পুণরায় তা মেরামত করে দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com