বইপ্রেমী মানুষ জানেন বই মনের সৌন্দর্য বাড়ায় আর বইভর্তি শেলফ ঘরের সৌন্দর্য বাড়ায়। কিন্তু প্রিয় বইগুলোতে ধুলো জমে গেলে চিকিৎসক আপনাকে বুকশেলফ থেকে দূরে থাকার পরামর্শ দিতে পারেন। আবার যতেœর অভাবে বুকশেলফে রাখা বইগুলো পোকায় কাটতে পারে, ধুলায় ধূসর হতে পারে। কয়েকটি উপায়ে বই ভালো রাখতে পারেন।
বইগুলো মাঝে মধ্যে রোদে দেওয়া উচিত। ছাদে দেওয়ার ব্যবস্থা থাকলে মাদুর বা পাটি বিছিয়ে বইগুলো রোদে দিতে পারেন। এই সুযোগ না থাকলে অন্ততপক্ষে বারান্দায় রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
নিমপাতা কাগজে মুড়িয়ে বুকশেলফে রাখতে পারেন। এতে পোকামাকড় বইয়ের ভেতর বাসা বাঁধবে না। একই উপায়ে শুকনো মরিচও রাখতে পারেন। কাগজে মুড়িয়ে এক টুকরো কর্পূর আর কয়েকটি গোলমরিচ রাখতে পারেন বুকশেলফে। বুকশেলফে ন্যাপথলিন রাখলেও পোকামাকড় দূরে থাকবে।