মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার ভবেরচর ইউনিয়ন পরিষদের প্রথম রফিকুল ইসলাম নামের এক গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ভবেরচর ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে ভবেরচর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে গ্রামপুলিশ ০৭ নং ওয়ার্ডে রফিকুল ইসলামকে সংবর্ধিত করেন ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোঃ লিটন। ভবেরচর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোকাররম হোসেন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোঃ লিটন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম বেগম, রুমা বেগম,জাহানারা বেগম, ইউপি সদস্য মোঃ সাহাজাদা শিকদার, মোঃ ইলিয়াছ প্রধান, মোঃ ফিরোজ, সাদত আলী, সাখাওয়াত হোসেন,মোঃ ওসমান গনী সরকার, মুহাম্মদ মোশারফ হোসেন, মোঃ আশ্রাফ আলী দেওয়ান, জাকির হোসেন প্রমুখ। বিদায় অনুষ্ঠানে, পরিষদের চেয়ারম্যান সাহিদ মোঃ লিটন, বলেন তিনি আমার সাথে দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়ন পরিষদে চাকরি করে আসছেন আমার দেখা করোনা কালীন দুর্যোগ সময়ে মেম্বার এবং গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমার পাশে থেকে মানবিক কাজ করেছেন। বিশেষ করে তার ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে। আমি মনে করি এই মানুষটি যেখানেই থাকবেন ভালো থাকবেন। বিদায় বেলায় রফিকুল ইসলাম বলেন, আমার চাকুরি জীবনের সমাপ্তি হয়েছে। আপনাদের সঙ্গে দীর্ঘদিন সুখে-দুখে ছিলাম তবে বিদায় সংবর্ধনায় কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমার সকল কর্মীদেরকে এত সুন্দর একটা বিদায় সংবর্ধনার আয়োজন করার জন্য। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী গ্রাম পুলিশ সদস্য রফিকুল ইসলামের হাতে নগদ২৫ হাজার টাকা ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।