লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দ্বিতীয় ম্যাচেও উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ৪৪ রানে ১ উইকেট শিকারের পর আজ জাফনা কিংসের বিপক্ষে ৩০ রানে ২ উইকেট নেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে নামা ফিজ। গত বুধবার (৩ জুলাই) জাফনা কিংসের কাছে চার উইকেটে হারে ডাম্বুলা। পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করে কুশল পেরেরার সে ুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় ডাম্বুলা সিক্সার্স। ১০টি চার ও ৫টি ছক্কায় ৫২ বলে ১০২ রান করেন পেরেরা। মাত্র ২ উইকেট পতনের কারণে এ ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পাননি আরেক বাংলাদেশী ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে ক্যান্ডির বিপক্ষে ২ বলে ১ রান করেছিলেন হৃদয়।
১৯৩ রানের টার্গেট শেষ বল পর্যন্ত খেলে জয় তুলে নেয় জাফনা। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে জাফনা।
দলের পক্ষে আবিস্কা ফার্নান্দো ৭টি চার ও ৬টি ছক্কায় ৩৪ বলে ৮০ এবং অধিনায়ক চারিথ আসালঙ্কা ৪টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৫০ রান করে দলের জয়ে অবদান রাখেন। ৪ ওভার বল করে ৩০ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। কুশল মেন্ডিসকে ৬ ও আসালঙ্কাকে শিকার করেন মুস্তাফিজ।