রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

শেখ মুজিবের স্মৃতি বিজাড়ি স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আফজাল হোসেন (টুঙ্গিপাড়া) গোপালগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জি টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খোকার) ছেলে বেলার স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। ৬ জুলাই শনিবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবাম মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কচিকাঁচা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী টুংগীপাড়া নবনির্মিত মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহা পাঠ দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এর পরে টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান সরকার প্রধান শেখ হাসিনা। এর আগে (গত ৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। রাত পৌনে আটটার দিকে দুই দিনের ব্যক্তিগত সফরে সড়কপথে পিতার জন্মভূমি টুঙ্গিপাড়া এসে পৌঁছান। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময়ে দেশের অব্যাহত উন্নয়ন সমৃদ্ধি অগ্রগতি সুখ শান্তির জন্য প্রার্থনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com