বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং সর্বোচ্চ কৃষিতে ভর্তুকি দিয়ে, কৃষকদের নানাবিধ উপকরণ সহ যান্ত্রিক যন্ত্রাংশ ও বিনামূল্যে সার বীজ প্রণোদনা দিয়ে, দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল সোমবার গলাচিপা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন ও গাছের চারা বিতরণ সহ শত শত ক্ষুদ্র প্রান্তিক চাষীদের বিনামূল্যে সার বীজ উদ্বোধন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা এমপি এ কথা বলেন। এসময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার। উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু। উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কোচিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মুজিবুর রহমান, বিপ্লবী সাধারণ সম্পাদক সরদার মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ ফেরদৌস মিয়া ও প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, কৃষি উন্নয়নের মনোনীত সদস্য কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন শানু ঢালী প্রমুখ। উল্লেখ্য যে অত্র উপজেলায় ১১ হাজার ১শত ২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণিদের মাঝে রাসায়নিক সার বীজ ও উন্নতমানের নারিকেল এর চারা বিতরণ করা হয়। সভা শেষে মাননীয় সংসদ সদস্য ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত ১৩০ জন কে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।