শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

পঞ্চগড় সদরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া ১৫৫ টি পরিবারের ঘর সংস্কার না করায় সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা

আব্দুর রহিম পঞ্চগড়
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

আশ্রয়ন প্রকল্পে নিরাপদে থাকার জন্য ঘর পেয়েও দূর্ভোগে পড়েছে পঞ্চগড় সদর উপজেলার দেড় শতাধিক আশ্রিত পরিবার। টিনের তৈরী প্রকল্পের ঘরগুলো গত একযুগে সংস্কার ও মেরামত না করায় বৃষ্টিতে ফুটো হওয়া টিনের চালে ভিজতে হচ্ছে তাদের। আশ্রিতরা বলছেন, ঘরগুলো মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোন লাভ হয় নি। আর সংশ্লিষ্টরা বলছেন, মেরামত বা সংস্কার করা হবে। দেশের গৃহহীন পরিবার গুলোকে তাদের ঘরসহ নিজস্ব ঠিকানা দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে সরকার আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে। এরই অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুর ও হাড়িপুকুর গ্রামে থাকা সরকারি খাস জমিতে দুটি প্রকল্পে দেড় শতাধিক টিন সেডের ঘর নির্মাণ করা হয়। সেখানেই আশ্রয় মিলে জেলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী দুঃস্থ, গৃহহীন দেড়শ পরিবারের। এতোদিন পথে পথে থাকা বা অন?্যরে জমিতে ঝুপড়ি ঘরে বসবাসকারী লোকজন নিজের ঘর ও ঠিকানা পেয়ে আনন্দে উৎফুল্ল হলেও নিম্ন আয়ের সেই পরিবারগুলো এখন বৃষ্টির পানিতে ভিজে দূর্ভোগ পোহাচ্ছে। প্রকল্প কাজে নিম্নামানের টিন, কাঠ ব্যবহার করায় অধিকাংশই নষ্ট হয়েছে। এছাড়া দীর্ঘদিনেও প্রকল্পের ঘরগুলো সংস্কার ও মেরামত না করায় ফুটো হওয়া টিনের চাল গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শরিফ উদ্দীন ,আবু তাহের ও জরিনা বেগম কান্নারত কন্ঠে বলছেন, নষ্ট হওয়া টিন ও কাঠ মেরামত করার জন্য বিভিন্ন দপ্তরে গিয়েও মিলছে না সুফল। আর্থিক সংগতি না থাকায় নিজেরাও পারছে না ঘরগুলো মেরামত করার। ঘর গুলো সংস্কার করে দিয়ে ছেলে-মেয়েদের নিয়ে বসবাস করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন তারা। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, পানিমাছ পুকুর ও হাড়িপুকুর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী লোকজনকে সেবা খাতে বিভিন্ন অনুদান, ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হলেও ঘরগুলো মেরামত করার মতো তহবিল ইউনিয়ন পরিষদের নেই। তাই ঘরগুলো সংস্কারের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম জানান, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুর ও হাড়িপুকুর গ্রামে ২০১১ সালে তৈরী করা প্রকল্পের ১৫৫ টি ঘর মেরামত ও সংস্কার করা হবে। সেখানে বসবাসকারী লোকজনের দূর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত গৃহহীন পরিবার গুলো আশ্রয়ন প্রকল্পের অধীনে আশ্রয় পেলেও পরবর্তীতে তাদের সুখ-দুঃখে সংশ্লিষ্ট দপ্তর মুখ ফিরিয়ে নিলে পুনরায় তারা নতুন আশ্রয় খুঁজতে পথে নামতে পারে। তখন তৈরি হতে পারে অপর আরও একাধিক নতুন সমস্যা। নতুন সেই সমস?্যা তৈরীর পূর্বেই সংশ্লিষ্ট দপ্তর দ্রুতই এসব ঘর মেরামতে উদ্যোগ নিবেন এমনটাই প্রত্যাশা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com