শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

এখনও ৮ নদীর পানি বিপদসীমার ওপরে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

দেশের উত্তর-পূর্বা লের প্রধান নদীগুলোর পানি কমছে, পাশাপাশি কমছে ব্রহ্মপুত্র-যমুনার সঙ্গে যুক্ত নদ-নদীর পানি। এতে কিছু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দেশের ১০ জেলার ৮ নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দেশের উত্তরা লের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ার শঙ্কা রয়েছে। এতে কুড়িগ্রাম জেলার কিছু অ লের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার (১০ জুলাই) জানায়, দেশের ১০ জেলার ৮ নদীর ১৮ স্টেশনের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের ৩ স্টেশন; যমুনা নদীর ৮ স্টেশন; কুশিয়ারা নদীর ২ স্টেশন; দুধকুমার, আত্রাই, সুরমা, সোমেশ্বরী ও মেঘনা নদীর একটি করে স্টেশনের পানি বিপদসীমার ওপরে উঠেছে। এর মধ্যে যমুনা নদীর জগন্নাথগঞ্জ স্টেশনের পানি সর্বোচ্চ ৮৭ সেন্টিমিটার এবং সর্বনি¤œ দুধকুমার নদীর পাটেশ্বরী স্টেশনের পানি ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকতে পারে। তবে গঙ্গা নদীর পানি বাড়ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বা লের প্রধান নদীগুলোর পানি সার্বিকভাবে কমছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের উত্তরা ল, উত্তর-পূর্বা ল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ হতে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সংলগ্ন নি¤œা লের বন্যার পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। এসময় দেশের উত্তরা লের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সময় বিশেষে বাড়তে পারে। এর ফলে তিস্তা ও ধরলা নদীর পানি কয়েকটি পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কয়েকটি নি¤œা লে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরা লের যমুনাশ্বরী, আপার করতোয়া, আপার আত্রাই, পুর্নভবা, টাঙ্গন এবং ইছামতি-যমুনা নদীগুলোর পানি সময় বিশেষে বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমা লের আত্রাই নদীর পানি বাঘাবাড়ী পয়েন্টে কমে নদী সংলগ্ন সিরাজগঞ্জ জেলার নি¤œা লের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এসময় উত্তর-পূর্বা লের বিভিন্ন নি¤œা লের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামে ৯৬ মিলিমিটার। আর উজানে চেরাপুঞ্জিতে ১১৭ মিলিমিটার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com