বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে বগুড়া সদর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে ১ হাজার ৫ শত খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলম, ফাঁপোর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, শেখেরকোলা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা হাকিম, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর ইসলাম আতিক, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, জেলা যুবলীগের উপক্রীড়া সম্পাদক আরিফুর রহমান বাপ্পি, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আঃ মজিদ, যুবলীগ নেতা রুবেল হোসেন, ইব্রাহিম হোসেনসহ ১১ টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আলু ২ কেজি, তেল ১ কেজি, ডাল ১ কেজি।