রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

সড়ক পরিচ্ছন্নতা-ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

জেলায় জেলায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা
সকালে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
নীলফামারী
দুপুরে জেলার সৈয়দপুরে সাম্প্রতিক সময়ে সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কারে নেমেছে শিক্ষার্থীরা। বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিচ্ছন্নতায় নেমেছেন তারা। এসময় তাদের শহরের বিভিন্ন দেওয়ালে থাকা লেখা পরিষ্কার করতে দেখা যায়।
জামালপুর
বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে বেশকিছু তরুণ পরিবহনের শৃঙ্খলা নিয়ে কাজ করছেন। এরমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। এসময় কারো হাতে লাঠি, মুখে বাঁশি দেখা যায়।
সিরাজগঞ্জ
দুপুরে শহরে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। যানবাহন নিয়ন্ত্রণে শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা।
শেরপুর
শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন শিক্ষার্থীরা। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানজট না এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা।
বগুড়া
শহরের সাতমাথা, থানা মোড় ও বড়গোলাসহ বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে তারা সার্কিট হাউস সড়ক, জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়ক, শহীদ আব্দুল জব্বার সড়ক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com