শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীনের মেয়ে আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে হবে- পানি সম্পদ উপদেষ্টা আরও ১৮টি গ্যাসকূপ খনন করা হবে ভোলায়: জ্বালানি উপদেষ্টা ব্যাংকে সাইবার আক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে: বাংলাদেশ ব্যাংক মার্কিন নির্বাচন: আগাম ভোট দিয়েছেন ৬ কোটিরও বেশি ভোটার দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যান উপভোগ করতে পর্যটকদের ভীড় ৭ নভেম্বর রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়নুল আবদীন ফারুক পলাশ বুকে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন পলিথিন শপিং ব্যাগ বন্ধে ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক প্রত্যাহার

গণহত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসঙ্ঘে চিঠি দেবে বিএনপি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণহত্যার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসঙ্ঘের কাছে চিঠি পাঠাব।’
গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনে সরকার নৃশংসভাবে হত্যাকা- চালিছে। সে ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণহত্যার বিষয়ে জাতিসঙ্ঘের কাছে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাব। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছেও এ বিষয়ে চিঠি দেবো। পাশাপাশি আন্দোলনের সমর্থন দেয়ার জন্য আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের বন্দী করা হয়েছে, তাদের মুক্তির জন্য উদ্যোগ নিতে এ সরকারকে চিঠি দেবো।
তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে কিছু গণমাধ্যম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিক খবর প্রচার করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হচ্ছে বলে জানাচ্ছে। যা আমরা মনে করি একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গা কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, যা সাম্প্রদায়িক নয়। রাজনৈতিক ঘটনা ঘটেছে। এসবের জন্য বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের কোনো কর্মকা-ের সাথে বিএনপি জড়িত নয়। পাশাপাশি দেশের সুষ্ঠু ও স্বাভাবিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জড়িত নয়। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে। নতুন করে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধ্বংস করা চক্রান্ত।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com