সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

হিন্দুরা ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে না : হিমন্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
 আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাফাইল ছবি: এএনআই

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ থেকে রাজনৈতিক সংকটে পড়ার পর হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করেনি। তিনি বলেন, ‘হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছেন, লড়াই করছেন। গত এক মাসে একজনও হিন্দু নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করেননি।
তবে প্রতিবেশী দেশের মুসলিমরা ভারতের টেক্সটাইল সেক্টরে কর্মসংস্থানের খোঁজে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যারা আসছেন তারা আসামের জন্য নয়, বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটোরে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বোঝানোর জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। গত ৫ অগস্ট সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা যখন তার সরকারি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে, তখনই আওয়ামী লীগ নেত্রী ভারতে চলে আসেন। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com