বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সাবেক এমপি সালাউদ্দিন আহমদ দীর্ঘ ৯ বছর পর আগামীকাল ২৮ আগষ্ট ‘২৮ পেকুয়াস্থ নিজ ভুমি ফিরছেন। তাঁর ফেরা উপলক্ষে কক্সবাজার বিমান বন্দর থেকে পেকুয়ায় পর্যন্ত তৈরী হয়েছে ৫ শতাধিক তোরন। এ ছাড়াও তাঁকে বরনে পেকুয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে চলছে প্রস্তুতি সভা সহ স্বাগত মিছিল ও ছাত্র জমায়েত ও ঈদের আমেজে সরগরম পরিবেশ। প্রসঙ্গত: ২০১৪ সালের ১৪ জুন। কক্সবাজারের বুকে সেদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘আজকের পর হয়তো আমি আপনাদের মাঝে না-ও ফিরতে পারি! যদি আমি না ফিরি, আমি যদি নির্দেশনা না-ও দিতে পারি, আন্দোলন শুরু হলে আপনারা সবকিছু অচল করে দেবেন। সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবেন।’ সেই বক্তৃতার পর সত্যিই তিনি ফিরতে পারেননি। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেয়ার পর ২০১৫ সালের ১০ মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোষাকধারী আইনশৃংখলা বাহিনীর হাতে ‘গুম’ হন তিনি। দুই মাস একদিন পর ‘গুম রাজ্য’ থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে উদ্ধার হলেও ফিরতে পারেননি নিজভূমি পেকুয়া। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারকে পরাজিত করলে পতন হয় আওয়ামীলীগ সরকারের। এর পর ঢাকার সকল আইনী জটিলতা শেষ করে পেকুয়ার নিজ জন্মস্থানে পৌঁছবেন।