শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

সাকিব যেন আমার মতো হয়রানির শিকার না হন: আমিনুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ফুটবল থেকে অবসরের পর রাজনীতিতে নাম লিখিয়েছেন সাবেক দেশসেরা এই গোলরক্ষক। শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন। তবে সাকিব আল হাসান যেন তার মতো হয়রানির শিকার না হয় এমনটা আশা করেছেন আমিনুল।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়। হত্যার নির্দেশদাতা হিসেবে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে সাকিবকে। গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন।
সাকিব প্রসঙ্গে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করেছে বলেই আমি মনে করি। সে নির্বাচনটা ইচ্ছা করলেই এড়াতে পারত, নির্বাচন না করলে তাকে হয়তো এত সমালোচনার শিকার হতে হতো না। শুধু সাকিব নয়, মাশরাফি বিন মুর্তজাও জাতীয় দলে খেলা অবস্থায় নির্বাচন করে ভুল করেছেন।’ তবে সাকিব যেন হয়রানির শিকার না হয় এমন আশা আমিনুলের। তিনি আরও বলেন, ‘আমরা একটা অন্ধকার সময় পেরিয়ে এসেছি। আমরা গত ১৫ বছরের কোনো অন্যায়েরই পুনরাবৃত্তি চাই না। আমরা এমন একটা সমাজ ও দেশ চাই, যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার জন্য কাউকে নির্যাতন ও হয়রানির শিকার হতে না হয়। সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া। সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়, এটা নিশ্চিত করতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com