বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

কুলাউড়া উপজেলায় সিআইপিআরবি’র উদ্যোগে মোবাইল হেল্থ ক্যাম্প

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইটারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ৩০ সেপ্টেম্বর সোমবার। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর উদ্যোগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর কারিগরি সহযোগিতায় আয়োজিত এ মোবাইল হেল্থ ক্যাম্পে ১৪২ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন। জানা গেছে-ক্যাম্পে ৪৩ জন মা-কে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা, ১৯ জন মহিলাকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীসহ পরিবার পরিকল্পনা সেবা ও ৩৮ জন কিশোরীকে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও ৩৫ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও, ১০ জন দরিদ্র গর্ভবতী মা-কে বেবি কিট প্রদান করা হয়েছে। প্রতিটি কিটে রয়েছে বাচ্চাদের জামা, তোয়ালে, তোষক, বালিশ, মশারি, ডিসপোজেবল ডায়াপার, এন্টিসেপটিক (১০০০ মি.লি) ও সাবান। সেবা প্রদান করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ চক্রবর্তী, সাব-এসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নীলকান্ত পাল, মিডওয়াইফ বিথী বর্ধন, আকলিমা আক্তার রূপা ও রাবেয়া সুলতানা। এ সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মীসহ আরো ২১ জন উক্ত ক্যাম্প পরিচালনায় সহায়তা প্রদান করেন। ক্যাম্প পরিদর্শনে আসা সিআইপিআরবি’র প্রজনন ও শিশু ইউনিটের টিম লিডার ডা. আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে বলেন-দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষকরে বন্যাদুর্গত এলাকায় এরকম স্বাস্থ্যসেবা অসহায় মানুষের দোরগোড়ায় পৌছে দিতে পেরে খুবই ভালো লাগছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। ক্যাম্প সমন্বয়ের দায়িত্বে থাকা প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান জানান-মৌলভীবাজার জেলায় বন্যাদুর্গত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় ইতোপূর্বে ৫টি ক্যাম্প সফলভাবে করা হয়েছে। তিনি আরও জানান- ক্যাম্পে স্বাস্থ্যসেবাসহ বন্যাদূর্গত এলাকার জন্য মোট ১০০টি বেবি কিট বিতরণ করা হচ্ছে। এছাড়া, বন্যাদূর্গত এলাকার মায়েদের গর্ভ ও প্রসব সংক্রান্ত জটিলতায় হাসপাতালে রেফারের জন্য ২৩৪০ টাকা করে ৬০ জন মা-কে যাতায়াত ব্যয় সহায়তা দেয়া হচ্ছে। উক্ত মোবাইল হেল্থ ক্যাম্প বাস্তবায়ন সহযোগিতায় ছিল স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ। রক্তের গ্রুপ র্নিণয়ে কারিগরি সহযোগিতা করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যান সংস্থা। ক্যাম্পে মোট ৭২ জনের রক্তের গ্রুপ র্নিণয় করে দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com