সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

পাবনায় বিএনপি নেতার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার কাজ শুরু

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন কর্মসুচীর প্রতি আকৃষ্ট হয়ে, স্বেচ্ছাশ্রমের বিনিময়ে নিজ অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন খানাখন্দ ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার কাজ শুরু করেছে পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আবায়ক আনিসুল হক বাবু। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। রাস্তা সংস্কার কাজে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক ইউসুফ মোল্লা, জেলা বিএনপি’র আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আসিফুজ্জামান আসিপ ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান, ছাত্র নেতা প্রান্তসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ। কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় খালকাটা কর্মসুচী শুরু করেন। বিগত আওয়ামীলীগ সরকার উন্নয়নের নামে শুভংকরের ফাকি দিয়ে ব্যাপক লুটপাট করেন। এজন্য গ্রাম অঞ্চলের বেশিরভাগ রাস্তাঘাট চলাচলের অনুপযোগি। এই কারনে আমরা পাবনাসহ সারা দেশের অবহেলিত পরিত্যাক্ত রাস্তা ঘাটগুলি সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছি। সেই সাথে বর্তমান অন্তবর্তিকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে যাবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com