শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় তিনটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, জুড়ী উপজেলায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজনগর উপজেলায় রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্রে শতাধিক স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ প্রমুখ। রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), বোরহান উদ্দিন (রহ.) ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ রাজনগর থানা পুলিশের একটি টিম। জুড়ী উপজেলায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম এবং সহকারী সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম। রাজনগর কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ আফসার মিয়া। মৌলভীবাজার জেলায় মোট তিনটি কেন্দ্রে শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া সারা দেশব্যাপী ১৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ মিজানুর রহমান সরকার। বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com