ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্থানীয় রাজাপুর মডেল পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনাড়ম্বর পরিবেশে ১৬ নভেম্বর শনিবার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন : জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি। প্রধান অতিথি ছিলেন : জনাব রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ অতিথি ছিলেন : জনাব এড. আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজাপুর উপজেলা শাখা। জনাব মোঃ নাসিম উদ্দিন আকন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজাপুর উপজেলা শাখা জনাব আব্দুল হক নান্টু, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজাপুর উপজেলা শাখা। আয়োজনে: রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। স্বাগত বক্তাব্য রাখেন জনাব মোঃ জাহিদুল ইসলাম প্রধান শিক্ষক রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকদের মধ্যে থেকে বক্তাব্য দেন মো: বাহাউদ্দীন প্রধান শিক্ষক, বড়ইয়া মা/বি, গাজী মামুন আল জাকির প্রধান শিক্ষক, তারাবুনিয়া মা/বি, রিয়াযুল আলম প্রধান শিক্ষক, গালুয়া মা/বি, মো: হুমায়ুন কবীর প্রধান শিক্ষক, পুটিয়াখালী মা/বি, নুরুজ্জামান খান, হোসেন, সিনিয়র আইনজীবী, ঝালকাঠি। জনাব আব্দুল হক নান্টু সিনিয়র সহ সভাপতি, জনাব মো: নাসিম আকন সাধারণ সম্পাদক, জনাব এড. আবুল কালাম আজাদ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজাপুর শাখ। উক্ত মত বিনিময় সভায় বক্তারা তাদের আগামীর রাজাপুর কাঠালিয়ার ভবিষ্যৎ পথিকৃৎ জামালের নিকট প্রশংসা ও দুঃখ দুর্দশা, অভাব অভিযোগের কথা তুলে ধরেন। প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম জামাল তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিদর্শনা মুলক বক্তাব্য রাখেন। রাজাপুর মডেল পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটের শিক্ষক মামুন স্যারের অকাল মৃত্যু জনিত কারনে অনুষ্ঠানের কিছু কার্যক্রম স্থগিত করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় উপস্থিত শিক্ষক ও সুধীজনের মধ্যে দুপুরের খাবারের প্যাকেট পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জনাব জাহিদুল ইসলাম।