শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভোলা সদর উপজেলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্র্ধষ এক সন্ত্রাসীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিজিবি বেইস ভোলা খেয়াঘাট কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এ তথ্য জানান। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোষ্টগার্ড এর সদস্যরা ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি দেশীয় অস্ত্র (রামদা), ১ টি চাইনিজ ছুরি এবং ৬ টি স্টীল এর পাইপসহ দুর্র্ধষ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ(২৬)কে আটক করে। আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com