সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

সাগর মাহমুদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নির্বাচিত

নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

হাঁটি হাঁটি পা-পা করে তরুণ প্রজন্মের অহংকার সুটিয়াকাঠী ইউনিয়নের কৃত্তি সন্তান মোঃ সাগর মাহমুদ। তৃণমূল থেকে উঠে এসেছে রাজনীতির মাঠে। বাংলাদেশের রাজনীতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসুর ভিপি মোঃ নূরুল ইসলাম নূরু একটা সম্পদ। বরিশাল বিভাগের গর্বও বলা যায়। বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির মাঠে নিজস্ব মেধার বদৌলতে আলোচিত নেতার নাম মোঃ নূরুল ইসলাম নূরু। নিঃসন্দেহে যোগ্য দাবিদার বর্তমান সময়ের রাজনীতির মাঠে।তারেক রহমান, আদদালীন পার্থ ও নূরুল ইসলাম নূরুর রাজনৈতিক নেতারা বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির মাঠে এক একজন সম্পদ। আর সেই তিন সম্পদের একজন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ডাকসুর নির্বাচিত ভিপি মোঃ নূরুল ইসলাম নূরু। আওয়ামী লীগের প্রধান শত্রুর তালিকায় ছিল অন্যতম।শুরু থেকে বর্তমান সময়ে আলোচিত এবং জননন্দিত নেতার নাম মোঃ নূরুল ইসলাম নূরু। শত সংগ্রাম করে আজ বাংলাদেশ একটা নবরূপে সাজাচ্ছেন নিজহাতে গড়া দল। ছাত্রদের নেতৃত্বের পুরস্কার হিসেবে বেছে নিয়েছেন জীবন সংগ্রামের রাজনৈতিক দল গঠন করে চমক সৃষ্টি করে জনপ্রিয় ও জননন্দিত নেতা মোঃ নূরুল ইসলাম নূরু। আলোচিত দলটি ছিল আওয়ামী লীগের এন্ট্রি ডোজ। আর সেই দলটির নাম হল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। বাংলাদেশের রাজনীতির মাঠে আলোচিত সংগঠন হিসেবে সমগ্র জাতির কাছে গ্রহণ যোগ্যতা পায়।দলের প্রধান এবং প্রতিষ্ঠাতা বরাবরই ছাত্র সমাজের ভালো মন্দ নিয়ে সংগ্রাম করে আসছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষফোঁড়া ছিল জননন্দিত নেতা মোঃ নূরুল ইসলাম নূরু। দলের পার্টি প্রধান হিসেবে সমগ্র বাংলাদেশের মধ্যে আনাচ কানাছে থেকে এক একটা রাজনৈতিক রতœ খুঁজে বের করতে ভুল করেননি। কলেজ থেকে শুরু করে বিশ্ব বিদ্যালয়ের মাঠেও মেধাবী ছাত্র নেতা খুঁজে খুঁজে বের করতে দারুণ পটু। মেধার বিচারে অতুলনীয় কারিশমা দেখিয়ে তরুণ প্রজন্মের অহংকার সুশিক্ষিত জননেতা মোঃ নূরুল ইসলাম নূরু একটা ব্রান্ড। আর সেই সূত্র ধরেই জনপ্রিয় নেতা মোঃ নূরুল ইসলাম নূরু খূঁজে বের করেন পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সম্পদ মোঃ সাগর মাহমুদকে। তিল তিল করে নিজ হাতে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর যোগ্য প্রতিদানও দিয়েছেন স্বরূপকাঠি উপজেলার গর্ব তরুণ প্রজন্মের অহংকার মোঃ সাহর মাহমুদকে। সুপ্রিয় পাঠকের জন্য বলছিলাম স্বরূপকাঠি উপজেলার সম্পদ মোঃ সাগর মাহমুদের কথা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা চক বাজার শাখার সভাপতি হিসেবে প্রথম চমক দেখাতে সক্ষম হয়েছে। দলের প্রয়োজনে সাগর মাহমুদ নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের কাছে। পুরস্কার হিসেবে আবারও চমক দেখিয়ে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মনোনীত হয়েছিল। সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ চমক দেখিয়ে দলের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ পদমর্যাদা পান যথাযথ সম্মান অনুযায়ী। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে বিবেচিত হয়। আর সেই কারণে নিজ এলাকায় আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে। শীর্ষ নেতাদের মধ্যে বর্তমান সময়ে ছোট দলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা মোঃ নূরুল ইসলাম নূরু। আর সেই নেতার সুদৃষ্টির কারনে স্বরূপকাঠি উপজেলার রতœকে বেছে নিয়েছেন সুকৌশলে। দলমত নির্বিশেষে নিজ এলাকায় আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ বেজায় খুশি। রাজনৈতিক বিশ্লেষকরা গণ মাধ্যম কর্মীদের জ্ঞাতার্থে বলেন, মেধার বদৌলতে আজ আমাদের স্বরূপকাঠি উপজেলার সন্তান মোঃ সাগর মাহমুদ নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। দল ছোট হোক কিংবা বড় হোক। দলের পোষ্ট পজিশনই আলোচ্য বিষয়। বিগত সময়ে স্বরূপকাঠি উপজেলার মধ্যে আলোচিত ছিল সাজ্জাদ সাকিব বাদশা সহ বহু গুনী রাজনৈতিক নেতা। ছাত্র সমাজের মধ্যে আলোচনায় উঠে এসেছিল বাদশার মত বহু রাজনৈতিক নেতাদের নাম। আর সেই সূত্র ধরেই আবারও চমক দেখিয়ে এলাকার পাশাপাশি দলের প্রয়োজনে নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে সুটিয়াকাঠীর কৃত্তি সন্তান মোঃ সাগর মাহমুদ। এব্যাপারে মুঠো ফোনে কথা হয় স্বরূপকাঠি উপজেলার সন্তান সুটিয়াকাঠীর গর্ব মোঃ সাগর মাহমুদের সঙ্গে। তিনি জেলার ও উপজেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি। নীতি আদর্শের সৈনিক হিসেবে প্রথম থেকেই ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি মোঃ নূরুল ইসলাম নূরু ভাইয়ের বক্তব্য ভালো লাগতো।তার স্পষ্ট ভাষায় কথা বার্তা আরও মুগ্ধ করে আমাকে। তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আমাকে দারুণ ভাবে মুগ্ধ করে। আর সেই থেকে পথ চলা তার হাতধরে। দল আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। শুরু থেকে আমি ঢাকা চকবাজার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব পালন করতে সক্ষম হই।দল আমার মেধার মূল্যায়ন করতে সক্ষম হয়েছে। আমি দলের পার্টি প্রধান জননন্দিত নেতা মোঃ নূরুল ইসলাম নূরু ভাইয়ের কাছে কৃতিত্ব। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নেতা আওয়ামী লীগের হাত থেকে কোনমতে জানে বেচে আছেন। বিগত সময়ে প্রতিদিন আতঙ্ক নিয়ে দলের কার্যক্রম পরিচালনা করতেন। শেখ হাসিনার প্রধান শত্রুর তালিকায় ছিল আমাদের দলের পার্টি প্রধান ডাকসুর সাবেক ভিপি মোঃ নূরুল ইসলাম নূরু। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দল আমাকে যথাযথ সম্মান সহ পদমর্যাদা দিয়েছেন। আমি নীতি আদর্শের সৈনিক হিসেবে দলের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার মনমানসিকতা রয়েছে। দলের নির্দেশনা মেনে চলাই হবে প্রধান কাজকর্ম। এলাকার বেশীরভাগ মানুষের ভালবাসার জন্য আজকে আমি একটা সন্মান জনক পদমর্যাদা পেয়েছি। তিনি আরও বলেন গত এক বছরের মধ্যে আমাদের ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম চোখে পড়ার মত। সাধারণ ছাত্র সমাজের মেধাবী ছাত্ররা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে প্রতিনিয়ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com