বাংলাদেশ কালচারাল একাডেমির আহবানে দেশের বিশিষ্ট গীতিকার,শিল্পী,কবি,কথাসাহিত্যিকদের অংশগ্রহণে গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাজধানীর অদূরে নরসিংদীর ড্রিম হলি ডে থিম পার্ক হয়ে ওঠেছিলো প্রজ্ঞার প্রভায় আলোকিত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোড়িত। বাংলাদেশ কালচারাল একাডেমির ফ্যামেলি ডে ও সাংস্কৃতিক সফরের মনোমুগ্ধ এই আয়োজনে প্রধানঅতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান মুসা। বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালনায় সাংস্কৃতিক অন্ষ্ঠুান পর্বে প্রধানঅতিথির বক্তব্য রাখেন কবি গীতিকার লেখক আ জ ম ওবায়দুল্লাহ। প্রেসবিজ্ঞপ্তি